শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে যুবদল নেতা নিহত মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র ৩ নভেম্বর ঢাকার রানওয়ে স্পর্শ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয় : জ্বালানি উপদেষ্টা ৪৩ যাত্রীকে জিম্মি করে বাসে ডাকাতি, গ্রেপ্তার ৩ থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত পলওয়েল আগাম আলু চাষে ব্যস্ত কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষকেরা রোববার লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি বিশ্বজুড়ে বেড়েছে সংবাদিক হত্যা : জাতিসংঘ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা কারিগরি শিক্ষার মানে অধিকাংশই সন্তুষ্ট নয় মাহমুদুর রহমানকে ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বললেন ইস্কন নেতারা সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাকবিতণ্ডা, হামলায় প্রাণ গেল বাবার সাইবেরিয়ার রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪ লক্ষ্মীপুরে হিফজুল কোরআন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন ৪০ জন হাফেজ নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ মাহমুদ কোটি টাকার জমি অস্বীকার করলেন সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী

বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন, মিশিগান আওয়ামী লীগের নিন্দা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন ও ভাঙচুরের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে মিশিগান আওয়ামী লীগ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতের আঁধারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বাহকের ম্যুরালটি কালো কালি দিয়ে লেপন করে দেয় এবং কিছু অংশ ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠেছে। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরে প্রবেশের পথে চোখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি। বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ম্যুরাল উদ্বোধন করা হয় ২০২০ সালের ১৬ আগস্ট।

এটি মিশিগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ হিসেবে তৈরি করা হয়। সম্প্রতি রাতের আঁধারে দৃষ্টিনন্দন ম্যুরালটির সামনের দিকে কালো রঙ স্প্রে করে সৌন্দর্য্য নষ্ট এবং কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশিরা। ন্যাক্কারজনক ঘটনায় প্রতিবাদ সভা করেছে মিশিগান স্টেট এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।

বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন, মিশিগান আওয়ামী লীগের নিন্দা

এ ঘটনার জন্য দুই দফায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মিশিগানের হ্যামট্ররামিক শহরে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মিশিগান স্টেট আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা আয়োজিত হয়।

মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসার পরিচালনায় এবং বিকেলে মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিবের পরিচালনায় বক্তব্য দেন- মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আহমেদ বাচ্চু,সালেহ আহমদ বাদল, আব্দুল মালেক, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সুলেমান খান, রাব্বি আলম, মাহবুবে রাব্বি খান, নুরুল হাসান পারভেজ, মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, রুম্মান চৌধুরী ইভান, সৈয়দ এয়াহিয়া, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইজাজুল হোসাইন ও ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজল সহ অনেকেই।

নেতারা বলেন, এটা গণতান্ত্রিক দেশে হেইট ক্রাইম। ভিন্ন দেশের স্থাপত্য বা সংস্কৃতিকে অবমূল্যাণ করা বা ভাঙচুর করা, খুবই ঘৃণিত কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় ধিক্কার ও নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নয়, সবার এবং পুরো জাতির। তাই এই ম্যুরালটি রক্ষা করা সবারই দায়িত্ব।

প্রতিবাদ সভায় নেতারা বলেন, ঘটনার তদন্ত ও অপরাধীদের চিহ্নিত করতে মাঠে নেমেছে ডেট্রয়েট সিটি পুলিশ। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। শিগগিরই আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদী মিশিগান আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ-সংগঠনের নেতারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ করে মিশিগান স্টেট যুবলীগ। সেদিন কংগ্রেসওম্যান ব্রেন্ডা লরেন্স, পল ওজনো, লরি স্টোনসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ম্যুরালটি উদ্বোধন করেন। ম্যুরালটি নির্মাণ করতে ব্যয় করা হয় প্রায় ৮ হাজার ডলার।

অন্যদিকে বাঙালি জাতি সত্তার প্রতীক বঙ্গবন্ধুর ম্যুরালটি পুনঃসংস্কার করে সৌন্দর্য ফিরিয়ে আনা হবে বলে জানান মিশিগান স্টেট যুবলীগের নেতারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com