টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিন দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু পূর্ব সেতু ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।