বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. নিরব হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মো. রুবায়েত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাঁসারা হাইওয়ে ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, উপজেলার সমষপুর আন্ডারপাস ব্রিজ সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মো. নিরব হোসেন নিহত হন।
আহত হন পেছনে থাকা মো. রুবায়েত। ঘটনাস্থল থেকে আহত রুবায়েতকে অন্য গাড়ির লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।পরে সংবাদ পেয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের স্বজনদের খবর দিয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএকে