বাংলা৭১নিউজ, ঢাকা: প্রতিবারের মত এবারও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়া ঈদের দিন এ শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈদের দিন দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ পর্যন্ত কূটনৈতিক, ১২টা ৪৫ থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা। এরপর দলীয় নেতাকর্মীসহ সবস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
শায়রুল কবির বলেন, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।
এরপর বনানী কবরস্থানে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে নিজ বাসভবনে ফিরে যাবেন বেগম খালেদা জিয়া।
বাংলা৭১নিউজ/জেএস