বাংলা৭১নিউজ, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ ভোর পৌনে ৬টার দিকে উপজেলায় ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোসলেম উদ্দিন (৩৫) রংপুর জেলার মিঠাপুকুরের আবদুর রশিদ সরকারের ছেলে ও মোহাম্মদ আলী (৩৮) কুমিল্লার শিবনগর ইসলামপুর টালিভাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখি একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১৬ জন।
পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/সিএইস