বাংলা৭১নিউজ,বগুড়া: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান আমিজুল ইসলাম ওরফে আল-আমিন ওরফে রনি নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার শেরপুরের ভবানিপুর জামনগর এলাকায় এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
নিহত আমিজুল গোদাগাড়ি উপজেলার বুজরুগ রাধারামপুর গ্রামের নুরুল হুদার ছেলে।
বগুড়ার পুলিশ সুপার জানান, জেলার শেরপুরের ভবানিপুর জামনগর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েকজন জেএমবির সদস্য গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে চালালে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান আমিজুল ইসলাম গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় আমিজুলকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
বাংলা৭১নিউজ/এন