বাংলা৭১নিউজ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিমেন্ট ও চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ঢাকা-মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমক) পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস