বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প হিসাবে বগুড়া-৬ আসনে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুরে বগুড়া-৬ আসনের আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। এরপর তিনি নিজের আসন ঠাকুরগাঁও-১ এ গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। পরে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো এবং ফখরুলের মায়ের জন্য মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে শরিক হন। দোয়া অনুষ্ঠান শেষে ফখরুলের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস