বাংলা৭১নিউজ,(কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ায় বই মেলা থেকে ফেরার পথে সাজিদ (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাজিদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত সাজিদ শহরের হাউজিং বি-ব্লক এলাকার কামাল হোসেনের ছেলে ও শহরের প্রতীতি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সাজিদের পরিবারের সদস্যরা জানান, সাজিদ বাড়ি থেকে বিকেল ৫টার দিকে চৌড়হাঁস এলাকায় তার বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। প্রাইভেট পড়া শেষে কালেক্টরেট চত্বরে চলা বই মেলা দেখে বাড়ি ফিরছিল- এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ছুরিকাঘাতের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস