বাংলা৭১নিউজ,ডেস্ক: ফ্রান্সের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাম্প্রতিক কালের ভয়াবহ এই বন্যায় দেশটির সেইন নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ২১ ফুট পর্যন্ত। এদিকে, বিশ্বখ্যাত লুভ্যর জাদুঘরের পর এবার বন্যার কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, সরিয়ে নেয়া হয়েছে জাদুঘরের মূল্যবান সব শিল্পকর্ম। বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় ফ্রান্স ও জার্মানিতে মারা গেছেন ১৫ জন।
এটি প্যারিসের নিকটবর্তী সেন্ট জর্জেস শহরে বন্যা পরিস্থিতির বর্তমান চিত্র। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে মধ্য ফ্রান্সের এই শহরটির পুরোটাই এখন পানির নিচে। বৃহস্পতিবার সেস্ট জর্জেসসহ বন্যা কবলিত অন্যান্য শহরগুলোতে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ। এরপরই শুরু হয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ।
স্থানীয়দের একজন বলছিলেন- ‘আমার জীবনে আমি এ ধরনের বন্যা কখনো দেখিনি। আমরা সবাই আসলে স্তম্ভিত। আমরা সবাই ট্রমার মধ্যে রয়েছি। এখানকার সবাই মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে।’
নিকটবর্তী সিন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিশ্বখ্যাত লুভ্যর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে, শুধু তাই নয় সরিয়ে নেয়া হচ্ছে জাদুঘরের মূল্যবান শিল্পকর্মগুলোও।
জাদুঘরের একজন কর্মকর্তা বলছিলেন- ‘এই মুহূর্তে জাদুঘরের শিল্পকর্মগুলো ঠিক ঝুঁকির মধ্যে না থাকলেও, সিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে আমরা এগুলো আপাতত সরিয়ে নিচ্ছি। এই কাজ পুরোপুরি শেষ করতে আমাদের তিন দিনের মতো সময় লেগে যাবে।’
এদিকে, প্যারিস ও এর আশপাশের এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি উদ্ধার অভিযানে পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা। ফ্রান্স ছাড়াও, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডেও দেখা দিয়েছে বন্যা। বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে ফ্রান্সের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস