বাংলা৭১নিউজ, ঢাকা: কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ফেসবুক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকার ও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সৈয়দ আশরাফ বলেন অনেকেই সুযোগ নেয়ার চেষ্টা করছে।
কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হবার পরামর্শ দিয়ে তিনি বলেছেন সরকার বসে নেই, জিম্মি সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।
আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।
বাংলা৭১নিউজ/সিএইস