বাংলা৭১নিউজ,ডেস্ক: ফেসবুকে প্রয়োজন অনুযায়ী আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন। এতে ফেসবুকের বিভিন্ন বোতাম, নোটিফিকেশন এবং বেশিরভাগ লেখা সে ভাষায় দেখাবে।
যেভাবে ভাষা বদল করবেন-
১. প্রথমে কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন।
৩. বাঁ দিকের অংশ থেকে Language and Region-এ ক্লিক করুন। এখান থেকে ফেসবুকের ভাষা বদলাতে পারবেন। আর ভাষা বদলালে এলাকাসংক্রান্ত তথ্যও (যেমন তারিখ, সময় ও সংখ্যা) স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে।
৪. ‘Language for buttons…’ লেখার পাশে Edit-এ ক্লিক করে ভাষা নির্বাচন করুন।
৫. Save Changes-এ ক্লিক করে নতুন সেটিং সংরক্ষণ করুন।
৬. ভাষা ঠিক রেখে ফেসবুকে তারিখ, সময় এবং সংখ্যা দেখানোর ধরন বদলাতে চাইলে ‘Formats for dates…’ লেখার পাশে Edit-এ ক্লিক করে এলাকা নির্বাচন করুন।
৭. যথারীতি Save Changes-এ ক্লিক করে নতুন সেটিং সংরক্ষণ করুন।
৮. তাপমাত্রা দেখানোর একক ফারেনহাইট বা সেলসিয়াস করতে চাইলে Temperature-এ ক্লিক করে সেটিং বদলে Save Changes-এ ক্লিক করুন।
তথ্যসূত্র: ফেসবুক হেল্প সেন্টার
বাংলা৭১নিউজ/সি এইস