স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার তাগিদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে উদ্দেশ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য সময়ও বেধে দিয়েছে সরকার। সর্বশেষ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
এবার সেই সম্পদের বিবরণী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক পোস্টে সেই বিবরণী লিখে প্রকাশ করেন তিনি।
ফারুক ওয়াসিফ লেখেন, এটা সম্পত্তির হিসাব দেওয়ার মাস। যারা জানতে চান তাদের জন্য, আমার কোনো সম্পত্তি কোনো সঞ্চয় জমি বা কিছুই নাই। আমার সম্পত্তি বেশকিছু বই ও কিছু লেখাপত্র। পৈত্রিক বাড়িটি খোয়া যাওয়ায় আমরা ভূমিহীন।
তিনি আরও লেখেন, বগুড়ার একটি ছয় শতকি জমি সরকার দখল করে রেখেছে। সুতরাং আমি বেতনভূক প্রাণী। আমার স্ত্রীও তাই। ওর মায়ের একটি ফ্ল্যাটের ওয়ারিশ সে। আর আমি এভাবেই সরকারি দায়িত্ব থেকে বিদায় নিতে চাই।
বাংলা৭১নিউজ/এসএইচ