বাংলা৭১নিউজ, জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজন সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “একটি সেলাই মেশিন পেলেই খুলবে তাদের ভাগ্য, শেফালীর দুটি এতিম সন্তান পড়াশোনা করতে চায়” শিরোনামে গত ২৩ মে একটি সংবাদ দেখে তাদের সহায়তা করলেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ওই অসহায় পরিবারটির প্রধান বিধবা শেফালী খাতুনকে একটি সেলাই মেশিন ও তার দুটি সন্তানের ঈদে নতুন পোশাক কেনা বাবদ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
জানা যায়, গত ২৩ মে উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক জয়নাল আবেদীন জয় এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের ক্যান্সারে রোগে মৃত মিলন হোসেনের পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে একটি লেখা পোষ্ট করা হয়।সেখানে উল্লেখ করা হয় মিলন হোসেন ক্যান্সারে আক্রান্ত হলে সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করেও তাকে বাঁচানো যায়নি। স্বামীর চিকিৎসার পর সব হারানো শেফালী খাতুন তার দুটি এতিম সন্তানদের নিয়ে মানবতর জীবন যাপন করছে।
অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে তার দুটি এতিম সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল শেফালী। ঝিযের কাজ করে নয়, নিজে কিছু করে সন্তানদের মানুষ করতে শেফালী চাচ্ছিল একটি সেলাই মেশিন। ফেসবুকে শেফালীর সেই আকুতির লেখাটি পড়ে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষন হয়। তিনি পরিবারটিকে সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার দুপুরে ওই মহিলার বাড়িতে গিয়ে তাকে একটি সিঙ্গার সেলাই মেশিন ও তার দু’সন্তানকে ঈদে নতুন কেনার জন্য নগদ টাকা হাতে তুলে দেন।
এ সময় উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন তালুকদার, সাংবাদিক মোঃ হাফিজুর রহমান হাফিজ, মোঃ রায়হান আলী উপস্থিত ছিলেন। সেলাই মেশিন পেয়ে শেফালী পৌর মেয়র এস.এম. নজরুল ইসলামকে জড়িয়ে ধরে কেঁধে ফেলেন। তিনি বলেন, এই সেলাই মেশিন দিয়ে দর্জির কাজ করে নিজের পরিবারের এবং দুটি সন্তানের লেখাপড়া করে মানুষের মত মানুষ করতে চায়।
বাংলা৭১নিউজ/জেএস