শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক প্রতিমন্ত্রী দারাসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস আজ সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩ নিউইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট আমাদের নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ভাষাসৈনিক আব্দুল গফুর আর নেই পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোতে বিনিয়োগের আহ্বান ফিলিস্তিনে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ড. ইউনূসের সব রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে: ড. ইউনূস স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র-জনতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২১ ‘মহানবীকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র’ গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ অস্ত্র উঁচিয়ে গুলি করা রাসেল দুই গ্রুপের মামলাতেই আসামি হু হু করে বাড়ছে তিস্তার পানি জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

ফেনীতে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার চেষ্টা

ফেনী প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে তিনজনকে ধাওয়া করেন দায়িত্বরত আনসার সদস্যরা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ নাশকতার চেষ্টা চালানো হয়।

আনসার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে টহল দিচ্ছিল কয়েকজন আনসার সদস্য। এসময় তিনজনকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের ক্লিপ খুলতে দেখেন তারা। তখন তারা ওই তিনজনকে ধাওয়া করেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পান আনসার সদস্যরা। তারা বিষয়টি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানকে জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান বলেন, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তিনজনকে ধাওয়া করেন। ঘটনাস্থলে টহল বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com