বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

ফুলবাড়ীতে পুলিশের সোর্স সন্দেহে অটোচালকে মারপিট, থানায় মামলা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র কর্তৃক নিরীহ অটোচালককে পুলিশের সোর্স ভেবে মারপিট ও জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্ত ঘেঁষা উপজেলার গজেরকুটি প্রামানিকটারী গ্রামে গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল ৩০ অক্টোবর সোমবার অটোচালক আশরাফুল হক নিজে বাদী হয়ে ২ মাদক ব্যবসায়ী ও তার ২ সহযোগীসহ মোট ৪ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলা সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত শাহজাহান আলী ছেলে অটোচালক আশরাফুল হক (৩৫) গত ৯ অক্টোবর সকালে অটোবাইকে যাত্রী নিয়ে বালারহাট থেকে ফুলবাড়ীর উদ্যেশে রওয়ানা হয়। পথে একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান (৩০) ও সিরাজুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫) ব্যাগ নিয়ে যাত্রী বেশে অটোবাইকে উঠে।

অটোবাইকটি ফুলবাড়ীর কাছকাছি আসলে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ তল্লাশী চালিয়ে খায়রুজ্জামান ও সুজন মিয়াকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে। যাহার মামলা নং- ১৫। পরর্বতীতে মাদক ব্যবসায়ীরা জামিনে ছাড়া পেয়ে গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে অটোচালক আশরাফুলকে পুলিশের সোর্স সন্দেহে বালারহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে আটক করে বেদম মরপিট করে।

এক পর্যায়ে তারা আশরাফুলকে খায়রুজ্জামানের বাড়ীতে আটকে রেখে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। খবর পেয়ে আশরাফুলের বড় ভাই বাদশা মিয়া লোকজন সহ সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে গালীগালাজ করে তাড়িয়ে দেয়। উপায় না দেখে ভাইকে উদ্ধারের জন্য থানা পুলিশের আশ্রয় নেয় বাদশা।

পরে গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাত থেকে অটোচালক আশরাফুলকে উদ্ধার করে। এসময় পুলিশ দেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এদিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় মাদকব্যবসায়ীরা তোড়জোড় শুরু করলে মামলা করতে বিলম্ব হয় বলে আশরাফুলের বড় ভাই বাদশা মিয়া অভিযোগ করেন। মামলার অন্য আসামীরা হলেন, সুজনের ছোট ভাই সবুজ মিয়া(২৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে হামিদুল হক (৩০) ।

ফুলবাড়ী থানার এস আই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com