বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এক নারী শ্রমিককে ধর্ষেনের অভিযোগে নুরাজুল ইসলাম মুকুল (৪৫) নামে এক মুরগী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সে কাজ শেষে বাড়ী ফিরার পথে তাকে জোর পুর্বক ধর্ষন করেছে বলে অভিযোগ ওই নারী শ্রমিকের।
ওই রাতেই নুরাজুল ইসলাম মুকুল কে আটক করে পুলিশ।
এ ঘটনায় ওই নারী শ্রমিক বাদি হয়ে আজ শনিবার ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে। আটক নুরাজুল ইসলাম উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ওই নারী শ্রমিকের জবান বন্দি অনুযায়ী, সে ফুলবাড়ীর একটি মিলের একজন নারী শ্রমিক। সে প্রতিদিনের ন্যায় কাজ শেষে বাড়ী ফিরার পথে এ ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ধর্ষক নুরাজুল ইসলামকে ওই দিন রাতে তার বাড়ী থেকে আটক করে। পরিক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে ওই নারীকে।
বাংলা৭১নিউজ/জেএস