ময়মনসিংহের ফুলপুরে নাইট কোচে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, ফুলপুর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম থেকে ফুলপুর হয়ে গাঁজার একটি বড় চালান শেরপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই সুমন মিয়া, এসআই জাহিদ হাসান, এসআই আব্দুল খালেক, এসআই জহিরুল হক ও ফোর্সসহ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন তিনি।
এরপর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি নাইট কোচ ভোর পৌনে ৫টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে এসে পৌঁছলে তাতে অভিযান চালান। পরে ওই নাইট কোচ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন, নেত্রকোণার দূর্গাপুর উপজেলার চক লেংগুড়া গ্রামের মৃত গোলাপ জামালের ছেলে রমজান (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের সুনীল ঘোষের ছেলে জয়ঘোষ (২১)। বর্তমানে তারা ফুলপুর থানা হেফাজতে রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ