বাংলা৭১নিউজ, ডেস্ক: জাপান ফিলিপাইনকে সামরিক বিমান ভাড়া দিতে সম্মত হয়েছে। দেশদুটির মধ্যে পূর্বশত্রুতা থাকলেও চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মোকাবেলায় জাপান ও ফিলিপাইনের মধ্যে নিরাপত্তামূলক সম্পর্ক আরো গভীর করার এটিকে আরো একটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রণালয় বলছে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি ও ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভলতেয়ার গাজমিনের মধ্যে টেলিফোনে আলাপের পর সোমবার উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, টোকিও ফিলিপাইনকে পাঁচটি পর্যন্ত টিসি-৯০ প্রশিক্ষণ বিমান ভাড়া দেবে এবং পাইলট ও বিমান মেকানিকদের প্রশিক্ষণে সহায়তা করবে।
উল্লেখ্য, জাপান এ প্রথম অন্যকোন দেশে তার বিমান ভাড়া দিচ্ছে। অস্ত্র রফতানির ওপর থেকে স্বআরোপিত নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নেয়ার পরই জাপান এ পদক্ষেপ নিলো।
বাংলা৭১নিউজ/এমএস