বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে নীনা আহমেদের প্রার্থিতা ঘোষণা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

তৃণমূলে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় সংগঠক ড. নীনা আহমেদ আসছে ৭ নভেম্বরের নির্বাচনে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের জন্য তার প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দুই দিন আগে। সিটি মেয়রের মতোই সারা সিটির ভোটে জয় পেতে হবে কাউন্সিলম্যান অ্যাট-লার্জ আসনে। এই সিটির ১৭ কাউন্সিলম্যানের পাশাপাশি কাউন্সিলম্যান অ্যাট-লার্জের পদ হচ্ছে ৭টি। ইতিমধ্যেই ১৩ জন মাঠে নেমেছেন।

উল্লেখ্য, গত দুটি নির্বাচনে বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী ড. নীনা পেনসিলভেনিয়া স্টেটের লেফটেন্যান্ট গভর্নর এবং অডিটর জেনারেল পদে লড়েছেন। তার আগে ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র (পাবলিক অ্যাঙ্গেজম্যান) ছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকান উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. নিনা।

তৃণমূলে তার কাজের পরিধি বিস্তৃত ‘ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন’র পিএ চ্যাপ্টারের প্রধান হিসেবে। ড. নীনার এবারের নির্বাচনী অঙ্গিকারের অন্যতম হচ্ছে ফিলাডেলফিয়াকে অপরাধ মুক্ত, বন্দুক সহিংসতামুক্ত নিরাপদ এবং স্বাস্থ্যকর একটি সিটিতে রূপান্তর করা। পরিবেশ সুরক্ষা, সকলের জন্যে শিক্ষা এবং প্রতিটি মানুষের জন্যে আবাসনের ব্যবস্থার কথাও রয়েছেন ভোট প্রার্থনার স্লোগানে।

ড. নীনা উল্লেখ করেছেন, যদি আমরা ফিলাডেলফিয়াকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়তে পারি, তাহলে আমরা এটিকে আরও শক্তিশালী, নিরাপদ শহর করতে পারবো৷ উল্লেখ্য, একজন বায়ো-মেডিকেল সায়েন্টিস্ট হিসেবে নীনা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার জীবন কাটিয়েছেন এবং পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজতে তিনি বিজ্ঞান ও ডেটা ব্যবহার করেছেন।

প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরই বৃহত্তম শ্রমিক ফেডারেশন ‘আমেরিকান ফেডারেশন অব স্টেট কাউন্টি মিউনিসিপ্যাল এ্যামপ্লয়ী’ (ডিসি-৩৩) ড. নীনাকে সমর্থন দিয়েছে। এই ফেডারেশনের প্রেসিডেন্ট আর্নেস্ট গ্যারেট এক বিবৃতিতে উল্লেখ করেছেন, নীনা হলেন কঠোর পরিশ্রমী মানুষদের পরীক্ষিত বন্ধু। ফিলাডেলফিয়া সিটিতে নিরাপদ হিসেবে এর সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নীনার নেতৃত্বের প্রয়োজন অপরিসীম। 

স্টেটের দ্বিতীয় সর্বোচ্চ আসন অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে ড. নীনা ৩১ লাখ ২৯ হাজার ১৩১ ভোট (৪৬.৩%) পেয়েছিলেন। তার চেয়ে দু’লাখ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী তিমথি ডিফোর।

জানা গেছে, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান ছাড়াও চায়নিজ, আফ্রিকান-আমেরিকানরা বরাবরই রয়েছেন ড. নীনার পক্ষে। শীঘ্রই সকলে প্রচারণায় সামিল হবার পাশাপাশি তার নির্বাচনী তহবিল গঠনে সক্রিয় হবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ফিলাডেলফিয়া হচ্ছে পেনসিলভেনিয়া স্টেটের বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের ৫ম জনবহুল শহর । এর জনসংখ্যা হচ্ছে ১৫ লাখ ৭৬ হাজার (২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী)।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com