শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

ফরিদপুরের গ্রামগঞ্জে গড়ে উঠছে শিল্প-কারখানা, সচল হচ্ছে অলস হাত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর থেকে : ফরিদপুরের গ্রামগঞ্জে গড়ে উঠছে নানা ধরনণের শিল্প কারখানা ও সেবাকেন্দ্র। আর এসব প্রতিষ্ঠাণে কর্মরত শ্রমিকদের অধিকাংশই স্থাণীয়। স্থাণীয়দের কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত অলসহাতগুলো সচল হচ্ছে। এতে পরিবর্তণ আসছে স্থানীয়দের জীবনমানে।
গত জুন মাসে ফরিদপুরের সদরপুরের নতুনবাজার এলাকায় চালু হয় ম্যাক্স ব্র্যান্ডের নানা ধরণের ভ্যাগ সার্ভিসিং সেন্টার। ওই প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা তিনশতাধিক, যাদের অধিকাংশই নারী এবং স্থানীয়।
কর্মরত নারীরা জানান, এলাকাই বাইরে গিয়ে কাজ করা যেমন কঠিন তেমনি ঝুকিপূর্ণও। তাই এলাকায় প্রতিষ্ঠান গড়ে ওঠায় নিরাপদে কাজ করতে পারছেন তারা। আর উপার্জিত অর্থ কাজে লাগানো হচ্ছে পরিবারের, এতে পরিবর্তন আসছে স্থাণীয়দের জীবনমানে।
কর্মরত শ্রমিকরা মনে করেন, পরিবারের সাথে থেকে এলাকার প্রতিষ্ঠানে কাজ করতে পারায় শা¯্রয়ী হচ্ছে খরচ। তাই স্বাচ্ছন্দে কাজ করতে পারায় বাড়ছে কর্মস্পৃহা। এছাড়া স্থানীয়ভাবে প্রতিষ্ঠান গড়ে ওঠাও সেখানে কাজে সম্পৃক্ত থেকে সময় পার করায় কমছে মাদকসেবীর সংখ্যা, এছাড়া কমছে অপরাধিদের সংখ্যাও।
FARIDPUR NEWS
গ্রামগঞ্জে শিল্প কারখানা ও সেবাকেন্দ্র গড়ে ওঠাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, গ্রামগঞ্জে বেশী বেশী শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে অর্থনৈতিক মুক্তি আসবে গ্রামের মানুষের। উন্নয়ন হবে আর্ত সামাজিক অবস্থার।
আর উদ্যোক্তারা মনে করেন, সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি শ্রমিকের সহজলভ্যতা ও পারিপার্শিক পরিবেশ অনুকুল হওয়ায় গ্রামাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। তাদের মতে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হলে শিল্পপতিষ্ঠান স্থাপনের বিকল্প নেই। তারা মনে করেন, গ্রামাঞ্চলে প্রতিষ্ঠান স্থাপন করলে উৎপাদন খরচ কম হয়, এতে কমবে পন্যের মূল্যও।
জেলার চেম্বারের কর্মকর্তারা জানান, এঅঞ্চলে একসময় কেউই শিল্পপ্রতিষ্ঠান গড়তে আগ্রহী ছিলনা। গত এক দশকে গড়ে উঠেছে প্রায় অর্ধশত শিল্প কারখানা। সম্প্রতি পদ্মাসেতু নির্মান শুরু হলে বিভিন্ন গ্রুপ শিল্পপ্রতিষ্ঠান করার কথা ভাবছে, যা ইতিবাচক।
সংশ্লিষ্টরা মনে করেন, গ্রামগঞ্জে শিল্প কারখানা ও সেবাকেন্দ্র স্থাপনের মাধ্যমে গ্রামের হাজারো অলস হাতকে সচল করা গেলেই আসবে অর্থনৈতিক মুক্তি, চাপ কমবে রাজধাণীসহ দেশের বড় বড় শিল্প শহরের উপর থেকে। এছাড়া নানা অপরাধমুক্ত হবে সমাজ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com