বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার নয়টি উপজেলা ও চারটি পৌরসভার এবছর ৩ লক্ষ ২ হাজার আটশ’ তিন জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। আগামিকাল ৫ আগস্ট শনিবার দেশব্যাপী ১ম পর্যায়ে ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল। ক্যাম্পেইন উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় সিভিল সার্জন ডাঃ অরুন কান্তি বিশ্বাস নিজ কার্যালয়ে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিভিল সার্জন ডাঃ অরুন কান্তি বিশ্বাস জানান, আগামি ৫ আগস্ট সকাল ৮টা থেকে নিরবচ্ছিন ভাবে বিকাল ৪টা পর্যন্ত খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ঐ দিন জেলার ২ হাজার ১শ’ টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ৪০ হাজার ৪৩০ জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লক্ষ ৬২ হাজার ৩৭৩ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি জানান, জেলা পর্যায়ে ৯টি তদারকি টিম গঠন করা হয়েছে। দিনব্যাপী ১ হাজার ১শ’ ৯ জন মাঠ কর্মি এবং ৩ হাজার ৯১ জন স্বেচ্ছাসেবী ক্যাপসুল খাওয়াবে।
এছাড়াও জেলার সকল মসজিদের ঈমামকে মাইকে প্রচার করে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
তিনি বাচ্চাদের ভরা পেটে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য এবং ক্যাপসুল খাওয়ানোর পর রোদে বাচ্চাকে না নিতে সকল অভিবাবকদের অনুরোধ করেন।
তিনি আরো বলেন, ভিটামিন এ শরীরে তৈরি হয় না। এ ভিটামিনকে শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করাতে হয়। আর জন্মগত ভাবে শিশু শরীরে যে ভিটামিন এ নিয়ে আসে তা ৬ মাস পর থেকে কমতে থাকে।
এসময় ভিাটমিন এ ক্যাপসুল কি ও কেন খাওয়ানো হয় এবং এর উপকরিতা নিয়ে ডাঃ মাহমুদুর রহমান একটি প্রেজেন্টেশন প্রদান করেন। সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন, ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস