বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাসের ৪ যাত্রী। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।
শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বেনাপোল থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ ব্যক্তি নিহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস