ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের সি এন্ড বি ঘাট এলাকায় চাঁদা না দেওয়ায় এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সিদ্দিক বাহিনীর বিল্লাল হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ২৬ শে ফেব্রুয়ারি বেলা ১২:৩০ মিনিটের সময় সি এন্ড বি ঘাট সার্ভিস ঘাটা স্থানে স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম (৩২) কে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী মাথাসহ বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। আহত রবিউল জানায় বেশ কিছুদিন ধরে বিল্লাল হোসেন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল তা না হলে তাকে মেরে পদ্মায় ফেলে দেওয়া হবেবলে হুমকী দেয়।
এ বিষয়ে লিখিত ভাবে ফরিদপুর কোতয়ালী থানায় অভিযোগ করা হচ্ছে বলে তারা জানায়। ঘটনার পর ২নং পুলিশ ফারির ইনচার্জ রাকিবুল ইসলাম হাসপাতালে আহত ব্যবসায়ীকে দেখতে আসেন। হামলা ও চাঁদাবাজীর অভিযোগ বিষয়ে বিল্লাল হোসেন সঙ্গে যোগাযোগের চেষ্টা
করে তাকে পাওয়া যায় নি। এ ঘটনার পর সি এন্ড বি ঘাট এলাকায় আতঙ্ক বিরাজ করছে যে কোন সময় আবারো হামলা হতে পারে এমন আশঙ্কা করছে এলকাবাসী।
বাংলা৭১নিউজ/পিকে