বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরকে সুরক্ষিত ও বন্যামুক্ত রাখার জন্য শহরের বিভিন্ন অংশে মাটি ফেলে বেড়ীবাঁধ তৈরী করেছে সরকার। এতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলার কারণে বেড়ীবাঁধের মাটি কেটে নিয়ে গেছে এলাকাবাসী।
বন্যা আসলেই শহরে পানি ঢুকে বড় আকারের ক্ষতি সাধন হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কোনো মাথাব্যাথা নেই, নেই কোনো পদক্ষেপ।
শহরের টিভি হাসপাতালের মোড় থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত বন্যা মুক্ত বেড়ী বাঁধের মাটি কেটে নিয়ে গেছে একই স্থানের বাড়ির মালিকেরা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসডি জহিরুল ইসলাম জানান, আমি শুনেছি এলাকাবাসীরা বেড়ীবাঁধের মাটি কেটে নিয়ে গেছে, এই মুর্হুতে আমাদের করার কিছু নেই। অর্থ বরাদ্দ চেয়েছি। বরাদ্দ আসলে সংস্কার কাজ হবে।
উল্লেখ্য ফরিদপুরের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি একক প্রচেষ্টায় ফরিদপুরের শহরকে রক্ষা করার জন্য শত কোটি টাকার প্রকল্প আনলেও তা সঠিক ভাবে ব্যবহার করছে না পানি উন্নয়ন বোর্ড।
বাংলা৭১নিউজ/জেএস