বুধবার, ২৯ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৮২৩৫ কোটি টাকা অনুমোদন বিশ্বব্যাংকের ফেনীতে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ১০ চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে: ইসি সচিব বিশ্বশান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে কঠিন : শেখ হাসিনা তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি ওবায়দুল কাদেরের ভাইসহ দুই প্রার্থীর ভোট বর্জন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান ঐশ্বরিয়া কত কোটি টাকার মালিক? রাফাহে ইসরায়েলের গোলা বর্ষণে ১৩ নারীসহ নিহত ২১ হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৭,৯৮৫ জন সমৃদ্ধ অগ্রযাত্রায় রূপালী ব্যাংক তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বিবৃতি বন্ধে লিগ্যাল নোটিশ নতুন কারিকুলাম এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ভারী বর্ষণ ও ভূমিধস, উত্তর-পূর্ব ভারতের ৪ রাজ্যে নিহত অন্তত ৩৬ শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিললো দুই কেজি সোনা তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস

প্রাথমিক শিক্ষকের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা দাবি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ।

পাশাপাশি সব শিক্ষকের জন্য আলাদা বেতন স্কেলের দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

বৃহস্পতিবার রাজধানীতে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শিরোনামের এক আলোচনা সভায় অধ্যাপক আকাশ বলেন, সব স্তরে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল ও প্রত্যেক শিক্ষকের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার উদ্যোগ সরকারকে নিতে হবে।

“সরকার যেহেতু প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত বর্ধিত করেছে, সেহেতু প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল হওয়া উচিৎ সর্বনিম্ন ২০ হাজার টাকা ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা।”

অষ্টম পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন হয় একাদশ গ্রেডে, যেখানে মূল বেতন ৬ হাজার ৪০০ টাকা। আর সহকারী শিক্ষকদের বেতন হয় দ্বাদশ গ্রেডে, যেখানে মূল বেতন ৫ হাজার ৯০০ টাকা।

স্বচ্ছতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি পদ্ধতির প্রস্তাব করেন এমএম আকাশ।

“শিক্ষক নিয়োগের প্রাথমিক যোগ্যতা নির্ধারণ করে সঠিকভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেজাল্ট হতে হবে ক্রমানুসারে,যাতে রেজাল্টের তালিকা থেকে কোনো নিয়োগ প্রার্থী বাদ না পড়ে।”
শিক্ষকদের প্রতি ‘বৈষম্য’ দূর করার জন্য সব শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব দেন তিনি।

পুরানা পল্টনের মুক্তিভবনে ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’ এই আলোচনা সভা আয়োজন করে।

সংগঠনের সভাপতি শাহিনুর আল আমিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা, শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com