সোমবার, ১৩ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান বোনের মরদেহ পেলেও ভাগনেকে না পেয়ে ক্ষুব্ধ সেই শিশুর মামা মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ মালয়েশিয়ায় ফের ২৭ বাংলাদেশি আটক ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ৪১ অন্তর্বাসে থাকতো ডিভাইস, ১০ মিনিটে শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা ‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’ শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশ সেন্ডমানিতে অভিনন্দন কার্ড বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : হাছান মাহমুদ চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কেটে নেওয়া হচ্ছে কিডনি: পুলিশ অনিচ্ছা সত্ত্বেও একীভূত হতে সোনালীর সঙ্গে বিডিবিএলের সমঝোতা সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে ভূমিকা রাখবে বিআইপিএস অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫ এমন উন্নত বাংলাদেশ চাই যে দেশকে নিয়ে সারাবিশ্ব গর্ববোধ করবে পাঁচ তারকা মা রোববার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানালেন বাইডেন আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে : আইনমন্ত্রী

`প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে বাধা থাকবে না`

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন অনুযায়ী মীর কাসেম আলী সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। যদি না চান তাহলে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।

মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে আদালত তার ফাঁসির আদেশ বহাল রাখার প্রেক্ষিতে আইনমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আদালতের রায়ে সরকার ও দেশের মানুষ সন্তুষ্ট। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ স্বস্তিত্বে নিঃশ্বাস ফেলেছে।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এ‌ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ হয়েছে। আমিও জন কেরির সঙ্গে আলাপ করেছি। জন কেরি বলেছেন, দেশে ফিরে তার সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।’

রায় কার্যকরের পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, রায়ের কপি কারাগারে পৌঁছাবে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন মীর কাসেম আলী।

তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা জানানোর জন্য সাত দিন সময় পাবেন। যদি আবেদন করেন, তাহলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি আবেদন না করেন তাহলে রায়টি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়টি প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল। রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি ও রায়ও কার্যকর করছি। ১৯৭১ সালে দেশের নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল এরা।

গত ২১ বছরে বিভিন্ন সরকারের আমলে তারা মাথা উঁচু করে ঘুরেছে। এক্ষেত্রে বাংলাদেশের মানুষ ধৈর্য দেখিয়েছে। এজন্য দেশের মানুষকে ধন্যবাদ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কারণ তিনি তার অঙ্গীকার রেখেছেন। আজ জনগণ তাদের বিশ্বাসের মর্যাদা পেয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের সময় মীর কাসেমের রায় নিয়ে কোনো মন্তব্য করেছেন কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কখনও কোনো মন্তব্য করেনি।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com