চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে মো. আজাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ মে) ভোররাত পৌনে ৪টার দিকে পাহাড়তলীর নতুন বাজার বিশ্বরোডের মুখে এ ঘটনা ঘটে। নিহত আজাদ নতুন বাজার এলাকার নাজির বাড়ির মো. ইব্রাহিমের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত আজাদের ভাই নতুন বাজার এলাকার একটি জায়গায় কেয়ারটেকারের কাজ করেন। মাঝেমধ্যে ভাইয়ের সঙ্গে আজাদও সেখানে থাকতেন। শনিবার রাতে ওই জায়গার গেটের পাশে এক যুবক প্রস্রাব করতে যান। এ সময় দুই ভাই ওই যুবককে বাধা দেন। এতে যুবকের সঙ্গে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।
তিনি বলেন, ‘এ সময় ওই যুবক তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। ভোররাত পৌনে ৪টার দিকে আজাদ চা-নাস্তা আনার জন্য বের হলে হুমকি দেওয়া যুবক ও তার সহযোগীরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’
ওসি আরও বলেন, ‘প্রথমে ছুরিকাহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।’
বাংলা৭১নিউজ/এআর