সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্তর্বাসে থাকতো ডিভাইস, ১০ মিনিটে শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা ‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’ শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশ সেন্ডমানিতে অভিনন্দন কার্ড বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : হাছান মাহমুদ চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কেটে নেওয়া হচ্ছে কিডনি: পুলিশ অনিচ্ছা সত্ত্বেও একীভূত হতে সোনালীর সঙ্গে বিডিবিএলের সমঝোতা সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে ভূমিকা রাখবে বিআইপিএস অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫ এমন উন্নত বাংলাদেশ চাই যে দেশকে নিয়ে সারাবিশ্ব গর্ববোধ করবে পাঁচ তারকা মা রোববার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানালেন বাইডেন আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে : আইনমন্ত্রী সর্বজনীন পেনশন ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন চাকরিতে ৩৫ প্রত্যাশী ৫০০ আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের মামলা কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো: নানক নির্বাচনের পর সংকট আরও বেড়েছে: ফখরুল

প্রশ্ন ফাঁস : অগ্রণী ব্যাংকের বিকালের নিয়োগ পরীক্ষা বাতিল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: অগ্রণী ব্যাংকের সকাল ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকাল ধাপের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।

বিকাল ৩টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের।

এ ব্যাপারে পরীক্ষার দায়িত্ব পাওয়া বিভাগের শিক্ষক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘কোনো একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নটি ফাঁস হতে পারে। আমরা যখনই এ অভিযোগ পেয়েছি তখনই বিকালের ভাগের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেই।’

তিনি আরও বলেন, ‘নৈতিকতার দিক থেকে আমরা পরীক্ষাটি বাতিল করি। এ কারণে আর্থিকভাবে অনেক ক্ষতি হবে, তবে পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও উদ্যোমী তরুণদের মনোবল যাতে ভেঙে না পড়ে সেই দিকটিই সবোর্চ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষাটি বাতিল করা হয়।’

তবে ব্যাংকার্স সিলেকশান কমিটি বিভাগের উপ মহা-ব্যবস্থাপক আরিফ হোসেন খান বলেন, ‘সকালের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পেয়েছি। গভর্নর স্যারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। যাচাই-বাছাই করে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হতে পারে। তবে বিকালের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নাই।’

এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যেই রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে নিয়োগের সকালের ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে পরীক্ষার আগেই বৃহস্পতিবার দিবাগত রাতে পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যাংকটির সিনিয়র অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো প্রশ্নের অনেক মিল রয়েছে।

অগ্রণী ব্যাংকের আজকের নিয়োগ পরীক্ষার দুই ধাপে আড়াই লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল।

এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের একটি নিয়োগে পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। গত ২১ এপ্রিল ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com