বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, রেড অ্যালার্ট জারি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মুম্বাই ও আশেপাশের এলাকায় অবিরাম বৃষ্টির কারণে ট্রেন ও ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শহরের অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে, ফলে চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে। শর্ট সার্কিটের কারণে আগুনে পুড়ে এক বৃদ্ধা নারী মারা গেছেন। 

সোমবার সকাল ৭টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় মুম্বাইয়ের কিছু এলাকায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার ফলে নিচু এলাকা ও রাস্তাগুলো প্লাবিত হয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মঙ্গলবার মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করেছে এবং ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

রেল ও বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি থানে, পালঘর ও কোঙ্কন উপকূল এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রেল, এনডিআরএফ ও পৌরকর্মীরা কাজ করছে। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, জমে থাকা পানি সরানোর জন্য বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের পক্ষ থেকে ৪৬১টি মোটর পাম্প ও রেলের পক্ষ থেকে ২০০টি পাম্প চালানো হচ্ছে। মধ্য ও হারবার লাইনে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। 

মুখ্যমন্ত্রী আরও জানান, পরিস্থিতি সামাল দিতে শহরের বিভিন্ন জায়গায় সাতটি পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এনডিটিভি আরও জানিয়েছে, মঙ্গলবার মুম্বাই, রত্নাগিরি, রায়গড়, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলার জন্য রেড অ্যালার্ট এবং থানে ও পালঘরের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাই, থানে, নভি মুম্বাই, পানভেল, পুনে এবং রত্নাগিরি-সিন্ধুদুর্গের গ্রামীণ এলাকার স্কুল ও জুনিয়র কলেজগুলোও বন্ধ থাকবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com