বাংলা৭১নিউজ, ঢাকা: নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইনের সংশোধন চাইছে ব্যবসায়ী মহল। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে চিঠি দিয়েছেন।
আজ রোববার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংশোধনী সংক্রান্ত একটি প্রস্তাবনাও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থাকে আরো ব্যবসাবান্ধব এবং ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের অধিকতর সহায়ক করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় সংশোধন পূর্বক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন করার জন্য এফবিসিসিআই অনুরোধ জানিয়ে আসছে।
কিন্তু এই বিষয়ে এ পর্যন্ত কোন ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি।
মাতলুব আহমাদের স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, যৌথ কমিটির সর্বসম্মত সুপারিশের আলোকে নতুন মূসক আইন সংশোধন না করে বাস্তবায়ন করা হলে দ্রব্যমূল্যের অনাকাঙ্খিত বৃদ্ধিসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ ক্ষতিগ্রস্ত হবেন বলে আমরা আশঙ্কা করছি; যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উদ্ভুত অসন্তোষ ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়াকে পুঁজি করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হতে পারে বলে ব্যবসায়ীমহল অত্যন্ত উদ্বিগ্ন।
এর আগে একই বিষয়ে প্রধানমন্ত্রীকে ২৪ এপ্রিল আরেকটি চিঠি দেন এফবিসিসিসিআই সভাপতি।
বাংলা৭১নিউজ/কেএম