বাংলা৭১নিউজ, ঢাকা : বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
সাম্প্রতিক সময়ে গুলশান ও কিশোরগঞ্জে সংঘটিত জঙ্গি হামলার প্রেক্ষাপটে আকস্মিক সফরে ঢাকা আসেন মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তা। আজ সকালে দু’দিনের সফরে ঢাকায় নামেন তিনি। তার সফরটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুপুরে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে প্রথম বৈঠক করেন নিশা দেশাই। এরপরেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, দেশটির উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনান্দ।
বৈঠক শেষে নিশা দেশাইর সফর নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, নিশা দেশাই সাম্প্রতিক হামলায় বাংলাদেশকে সহমর্মিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার(নিাশা) বৈঠক হতে পারে।
সূত্র জানিয়েছে, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নিশা দেশাইর। ঢাকা সফর শেষে নিশা দেশাই শ্রীলঙ্কা সফরে যাবেন।
বাংলা৭১নিউজ/সিএইস