বাংলা৭১নিউজ,ঢাকা : প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এবার এক জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত টানা নয়দিন ঈদের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে চার জুলাইয়ের পরিবর্তে অফিস খোলা থাকবে ১৬ জুলাই।
প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছেন। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
৬ জুলাই রোজা ঈদ ধরে আগামী ৫,৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই-কদরের ছুটি। অর্থাৎ রোজার ঈদের আগে সরকারি চাকুরেদের শেষ অফিস ৩০ জুন।
১ ও ২ জুলই যথাক্রমে শুক্র ও শনিবার। ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন বাংলাদেশের ১৩ লাখ সরকারি চাকুরিজীবী।
বাংলা৭১নিউজ/এসএইস