বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আহসান সাঈদ বলেন, ইসলামী আআরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ৬৭ মাদরাসায় অনার্স কোর্স চালু করেছ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মাদরাসা শিক্ষার প্রতি আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে।
তিনি বলেন, অভিভাবকরা দুনিয়াবী শিক্ষা দেয়ার জন্য অস্থির হয়েগেছে। অথচ দুনিয়বী শিক্ষা পরকালে কোন কাজে আসবেনা।
কিন্তু মাদরাসা থেকে শিক্ষার্থীরা আল্লাহকে বেশী ভয় করে থাকে। এই দ্বীনি শিক্ষাকে মর্যাদা দিয়ে আল্লাহর রসুল স: আলেমদেরকে ওয়ারেসে রসুল বলেছেন।
মানুষের আখেরাতের ভয়টা হালকা হয়ে গেলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। তাই মুসলমানদেরকে ছেলে মেয়েদের মাদরাসা শিক্ষা বা ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য যত্মবান হতে হব।
গতকাল কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাদরাসার সভাপতি মাওলানা আনোর হাদীর সভাপতিত্বে বার্ষিক মাহফিলে ড. মুফিজুর রহমান আল আজহারী, মালানা ছিদ্দিক আহমদ ফারুজীসহ বরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
ভিসি ড. আহসান সাঈদ আরো বলেন, কুরআন ও হাদীস জ্ঞানের ভান্ডার। মাদরদসা শিক্ষার্থীদের এ উপলব্দী থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী চান মাদরাসা শিক্ষর্থীরা যেন কারো উপর নিভর্শীল হতে না হয়। গারা যেন নিজের পায়ে দাড়াতে পারে।
আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীরা আজ স্ব নির্ভর হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস