বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। শুক্রবার রাতে তিনি ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, ‘টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।’
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা।
একই সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। তারা প্রায় ১২ মিনটি কথা বলেন।
উল্লেখ্য, গতবছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় হত্যাযজ্ঞ ও নির্যাতনের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে ‘জাতিগত নিধন’ এবং সেখানে ‘গণহত্যা’ চালানো হয়েছে বলে দাবি করে।
যদিও মিয়ানমার শুরু থেকেই এ দাবি নাকচ করে আসছে।
বাংলা৭১নিউজ/জেএস