বাংলা৭১নিউজ, ঢাকা: জনরোষ থেকে প্রধানমন্ত্রী ও সরকারকে রক্ষার করতেই অর্থমন্ত্রীকে বলিরপাঠা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে পার্লামেন্টে সরকারি দলের সদস্যরা অর্থমন্ত্রীকে ধুইয়ে দিচ্ছেন। অর্থমন্ত্রী অযোগ্য, মানসিক ভারসাম্যহীন বলে অ্যাখ্যা দিচ্ছেন। তিনি নাকি সরকারকে ডুবাচ্ছেন। কিন্তু বাজেট পাস হয় ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। তারপর রাষ্ট্রপতির অনুমতি নিয়ে পার্লামেন্টে যায়। সবই তো প্রধানমন্ত্রী ও সরকার জানে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘এজন্যেই পার্লামেন্টের মধ্যে ক্ষমতাসীন দলের এমপি ও তাদের ‘বি’ টিম বাবলুকে (জিয়াউদ্দিন আহমেদ বাবলু- জাতীয় পার্টি) দিয়ে এ সমস্ত কথা বলানো হচ্ছে।’
তিনি বলেন, হাছান মাহমুদ কী হরিদাস পাল যে উনি এই ঘটনাটি ঘটালেন? নিশ্চয় আরও বড় জায়গা থেকে ইঙ্গিত ছিল। এই ইঙ্গিতটা কেনো? বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবের ওপর যদি এরকম একটা ঘটনা ঘটানো যায়। পাহাড় ধসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে আনন্দ ভ্রমণে জনগণের বিরূপ প্রতিক্রিয়া আড়াল করতেই এটা করা হয়েছে?
তিনি বলেন, প্রধানমন্ত্রী না জানলে হাছান মাহমুদের মতো একটা লোক এই ঘটনা ঘটাতে পারে না। তার এতো সাহস হতে পারে- আমার মনে হয় না।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ডক্টর অ্যাসোসিয়েশনের অধ্যাপক আবদুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস