বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ডমুড়িগ্রামের সরকারী প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ (৫৫)কে তার বাড়ির পার্শ্বে একটি ধানক্ষেতে বৃহস্পতিবার দিবগত রাতে কুপিয়ে হত্যা করে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনঙ্গেও ক্ষতবিক্ষত করেছে দৃবৃর্ত্তরা।
পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেছে। এঘটনায় জড়িত সন্ধহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতর প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আফ্রোজা বেগম (৪০) আটক করেছে।
এব্যাপারে নিহতের পরিবারের পক্স থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস