বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: ইংল্যান্ডের বিপক্ষে ১ম দিনটি নিজের করে নিল টাইগাররা। দিনশেষে তুলে নিয়েছে ইংলিশদের ৭টি উইকেট। আর মঈন আলীর দৃঢ়তায় তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৮ রান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু শুরুতেই বিপর্যয়ে পরে তারা। প্রথম ১২ ওভারেই দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।
একে একে ফিরে যান অধিনায়ক অ্যালিস্টার কুক, বেন ডাকেট ও গ্যারি ব্যালান্স।
বাংলাদেশের প্রথম সাফল্য আসে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হাত ধরে। তিনি সরাসরি বোল্ড করেন বেন ডাকেটকে। তখন ইংল্যান্ডের রান ১৮ ও ডাকেটের রান ১৪।
পরের ওভারেই অ্যালিস্টার কুককে ৪ রানে ফিরিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২তম ওভারের শেষ বলে ইংল্যান্ড শিবিবে দ্বিতীয় আঘাত হানেন মিরাজ। তিনি তুলে নেন ব্যালান্সেরর উইকেট।
লাঞ্চের পর প্রথম ওভারে সাকিবের আবেদনে একাধিকবার সাড়া দেন আম্পায়ার। কিন্তু বারবার রিভিউ নিয়ে বেঁচে যান মঈন আলী। এরপরের ওভারে ব্যক্তিগত ৪০ রানে মেহেদী হাসান মিরাজ জো রুটকে আউট করে ভাঙেন ৬২ রানের জুটি।
পরে দলীয় ৪১তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৮ রানে বেন স্টোকসকে সরাসরি বোল্ড করেন সাকিব আল হাসান।
এরপর ৬ষ্ঠ উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মঈন আলী ও জন ব্যারিস্টো। কিন্তু আবারও মিরাজের আঘাত। দলীয় ১৯৪ রানে মঈন আলীকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এ প্রতিরোধের ইতি ঘটান তিনি। শেষ হয় মঈন আলীর ১৭০ বলে ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস।
এরপর ব্যারিস্টো বেশি সময় দীর্ঘস্থায়ী হতে পারেননি। মিরাজের পঞ্চম আঘাতে দলীয় ২৩৭ রানে ভাঙে ৪৩ রানের জুটি। এসময় ব্যারিষ্টোর সংগ্রহ ছিলো ৫২ রান।
দিনশেষে ৯২ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে ইংলিশরা।
বল হাতে অভিষেকেই চমক দেখান মেহেদী হাসান মিরাজ। ৬৪ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া সাকিব আল হাসান নেন ২টি উইকেট।
এ ম্যাচে বাংলাদেশ দলে তিনজনের অভিষেক হয়েছে। তারা হলেন- ব্যাটসম্যান সাব্বির রহমান, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার কামরুল ইসলাম রাব্বি।
অন্যদিকে ইংলিশ দলে অভিষেক হয় বেন ডাকেটের। তিনি অধিনায়ক কুকের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন। অ্যান্ড্রু স্ট্রাউসের অবসরের পর এই বাঁ-হাতি ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে অধিনায়ক কুকের নবম সঙ্গী। এরআগে আটজনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ছিলেন কুক।
বাংলা৭১নিউজ/সিএইস