বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস করা হবে। এ ছাড়া ই-পাসপোর্ট তৈরির পরিকল্পনাও করেছে সরকার।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৬ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পাসপোর্ট ও ইমিগ্রেশন সেক্টরকে আরও আধুনিক সেক্টরে পরিণত করতে চাই। আমাদের সরকার পাসপোর্ট সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে চায়।’
তিনি বলেন, `উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আর আমরা যে পারি তা বিশ্বকে দেখিয়েছি। অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত তখন আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছি। এখন তা ৭ শতাংশে উন্নীত হয়েছে। এই উন্নতির ধারাবাহিকতায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হবে।
তিনি বলেন, এই দেশটা আমাদের। আমরা এই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।
বাংলা৭১নিউজ/এমএস