প্যারিসের উত্তরে ট্রেন লাইনের মাঝখানে পাওয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। ফলে রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে পাওয়া গেছে।
ফ্রান্সের জাতীয় রেল কম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট ডেনিস এলাকায় রেল লাইনের মাঝখানে বোমাটি পাওয়া গেছে।
বিস্ফোরকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এর ফলে প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে সকালের যান চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় মেট্রো এবং জাতীয় ও আন্তর্জাতিক ট্রেন উভয়ই প্রভাবিত হয়েছে। স্থানীয় পুলিশ বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার জন্য স্টেশনে সকল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল।
ইউরোস্টারের ওয়েবসাইটে দেখা গেছে, শুক্রবার সকালে গ্যারে ডু নর্ড থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত কমপক্ষে তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। গ্যারে ডু নর্ড স্টেশনটি প্যারিসের উত্তরে অবস্থিত এবং এটি দেশের ব্যস্ততম ট্রেন টার্মিনাল। সেখানে ইউরোস্টার ট্রেনের পাশাপাশি উচ্চ-গতির এবং স্থানীয় ট্রেনও চলাচল করে। রেলওয়ে কম্পানির মতে, প্রতিদিন আনুমানিক ৭ লাখ মানুষ স্টেশন দিয়ে যাতায়াত করে।
সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স
বাংলা৭১নিউজ/এসএইচ