বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পৌষের বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে আহমদ কবির (৩২) নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহমদ কবির মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের মৃত আমির গোলালের ছেলে। আর আহত নুরুল কবির একই ইউনিয়নের মাহারাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে আহমদ কবির ও নুরুল কবির লবণের মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বজ্রপাতের কবলে পড়েন।
বড় মহেশখালী ইউনিয়নের স্থানীয় মেম্বার জিল্লুর রহমান মিন্টু তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আহমদ কবিরের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আর আহত নুরুল কবিরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেডএ