বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

পোলার্ড-বাটলারের ব্যাটে মুম্বাইয়ের রোমাঞ্চকর জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
Kieron Pollard of Mumbai Indians during match 41 of the Vivo IPL ( Indian Premier League ) 2016 between the Royal Challengers Bangalore and the Mumbai Indians held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 11th May 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS

বাংলা৭১নিউজ,ডেস্ক: কিয়েরন পোলার্ডের ১৯ বলে ৩৫ ও জস বাটলারের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের কাছে হার মানলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

রোমাঞ্চকর ম্যাচে শেষ অবধি ৮ বল ৬ উইকেট হাতে রেখে সহজ জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

অথচ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫১ রান করে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শেষ চার ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ৪৪ রান, হাতে ৬ উইকেট। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শেষ চারে উঠে এলো রোহিত শর্মার দল। ১০ ম্যাচে ৬ হারে টেবিলের ষষ্ঠ স্থানেই থাকলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

১৫২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে বিপাকেই পড়ে মুম্বাই। শুরু থেকেই আস্কিং রান রেট বেড়ে চলছিল দলটির। ১০০ রান পূর্ন হতেই চলে যায় ১৫.৩ ওভার। শেষ ৪ ওভার প্রয়োজন পড়ে ৪৪ রানের। ১৭ তম ওভারে পোলার্ড-বাটলার মিলে ১৮ রান তুললে সমীকরণ অনেকটা সহজ হয়। মাত্র ২১ বলে ৫৫ রানের ‍অবিচ্ছিন্ন জুটি গড়ে মুম্বাইকে রোমাঞ্চকর জয় উপহার দেন পোলার্ড ও বাটলার।

মুম্বাইয়ের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন আমবাতি রাউডু। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ওপেনার রোহিত শর্মা করেন ২৫ রান।

ব্যাঙ্গালুরুর বরুণ অ্যারন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন চাহাল ও অরভিন্দ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের অর্ধশতকে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যদিও শুরুটা তাদের মোটেও ভালো ছিলো না। ১৭ রান তুলতেই বিরাট কোহলি ও ক্রিস গেইলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ব্যাটিংয়ে ছন্দ হারানো গেইল এদিনও নিজেকে খুঁজে পাননি। টিম সাউথির বলে আউট হয়েছেন মাত্র ৫ রান করে। কোহলি করেন ৭ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন ডি ভিলিয়ার্স ও লোকেশ রাহুল। এ জুটি ৪৩ রান যোগ করলে বিপর্যয় সামলে ওঠে ব্যাঙ্গালুরু। হার্ডিক পান্ডিয়ার বলে রাইডুর হাতে ডি ভিলিয়ার্স ক্যাচ তুলে দিলে ভাঙ্গে তৃতীয় উইকেট জুটি। লোকেশ রাহুল অবশ্য ব্যাট চালিয়ে যান। ৫৩ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছক্কায়।

শেন ওয়াটসন করেন ১৫ রান। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান। শেষ দিকে শচিন বেবির ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসে দেড়’শ পেরোয় ব্যাঙ্গালুরু।

টিম সাউদি, মিশেল ম্যাকক্লেঘান ও হার্ডিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com