পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরউদ্দিন আহমদ।
সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান, আজিজুর রহমান, এম. কবিরুজ্জামান ইয়াকুব, মোস্তফা আহমদ, আয়শা ফারাহ চৌধুরী, রুনা ফৌজিয়া হাফিজ, আহমেদ সালাহ্ সাত্তার, আসিফ এ. চৌধুরী, ড. শাহ্দীন মালিক, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ্ ও মহাব্যবস্থাপক মো. শাহ্ আলম উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংক লিমিটেডের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ও কোম্পানী সচিব গণপতি কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ