পূবালী ব্যাংক লিমিটেডের সঙ্গে এসএসএলের (সফটওয়্যার শপ লিমিটেড) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির ফলে পূবালী ব্যাংকের গ্রাহকরা মোবাইল অ্যাপস পাই ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ অনলাইন টিকেটিং প্লাটফর্ম থেকে বাসের টিকিট ক্রয় করতে পারবে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং এসএসএলের গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ