সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

পূজা উদযাপন পরিষদের সাংবাদিক সম্মেল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর দেবোত্তর আখড়ার সেবাইত শ্রী ক্ষিতিশ চন্দ্র ভট্রাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ,গোমস্তাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি শ্রী গৌতম কুমার রায়, যুগ্ম সম্পাদক শ্রী বলয় চন্দ্র শীল, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী নিরঞ্জন প্রসাদ, সদস্য শ্রী নির্মল বর্মন, হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী রঞ্জনা রানী, আদিবাসি মুক্তি মোর্চার জেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ মাহাতোসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রদত্ত লিখিত বক্তব্যে জানানো হয়, রহনপুর দেবোত্তর আখড়ার সেবাইেত শ্রী ক্ষিতিশ চন্দ্র ভট্রাচার্যের সেবাইত হওয়ার নুন্যতম ধর্মীয় যে যোগ্যতার প্রয়োজন তার কোনটিই তার মধ্যে নেই।
এছাড়া নামে-বেনামে দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে জমি হস্তান্তরসহ তার বিরুদ্ধে নানা অনৈতিক কার্যক্রমের অভিযোগ আনা হয়। দেবোত্তর আখড়ায় অবস্থিত কৃষ্ণ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনাসহঅবাধ যাতায়াতে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়।
গত ২১ ডিসেম্বর/১৭ইং তারিখে তাকে অপসারনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ ও আদিবাসি সমন্বয় পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ ধর্মমন্ত্রী,ভূমি মন্ত্রী ও বিভাগীয় কমিশনারের নিকট অভিযোগগুলো তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি প্রেক্ষিত গত ১৮ ফেব্রুয়ারী সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাসের কার্যালয়ে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমের বাদি পক্ষের লোকজনের সাক্ষাতকার নেয়া হয়েছে। বিবাদী রহনপুর দেবোত্তর আখড়ার সেবাইত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারীর বক্তব্য এখনও পাওয়া যায়নি।
তার বক্ব্য পাওয়া গেলেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন, দেবোত্তর আখড়ার সেবাইত ক্ষিতিশের বিরুদ্ধে আন্দোলন করায় সেদিনই দিবাগত রাতে দেবোত্তর আখড়ার পাশে গড়ে উঠা একটি ঘরের বাইরে টাঙানো ৩টি সংগঠনের সাইনবোর্ড খুলে ফেলা হয়।
এছাড়া বিভিন্ন কারণে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো ও পুলিশের ভয় ভীতি দেখানো হচ্ছে। এঘটনায় গত ২৪ ফেব্রুয়ারী বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ,গোমস্তাপুর উপজেলা শাখার পক্ষে সম্পাদক ডলার কুমার সাহা বাদি হয়ে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী দাখিল করেন। এ ব্যাপারে রহনপুর দেবোত্তর আখড়ার সেবাইত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তার নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com