বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

পুলিশের অভিযানে ৫ উত্ত্যক্তকারী গ্রেফতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ইভটিচিং এর অভিযোগে শুক্রবার রাতে দ্বারিয়াপুর চৌহদ্দিটোলা থেকে ৫ ইভটিজারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. রুবেল আলীর ছেলে মো. নাহিদ হাসান (১৭), মো. ওমর আলীর ছেলে মো. আখের আলী (১৮), মিজানুর রহমানের ছেলে মো. আশরাফুল ইসলাম (২০), হাজী আত্তাব আলীর ছেলে মিলন আলী (২২), আব্দুল মোতালেবের ছেলে মো. জাবেদ আলী (১৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি অপারেশন মো. ইদ্রিস আলী ও এসআই মো. নজরুল ইসলাম জানান, বেশ কিছুদিন থেকেই সে সব এলাকা থেকে অভিযোগ আসছিল ইভটিচিং বা নারীদের উত্ত্যক্তর বিষয়ে। অনেকে স্কুলেও যেতে পারছিলেন না তাদের অত্যাচারে। অভিযোগ পাবার পর আমরা সেসব এলাকাতে সাদা পোশাকে মনিটরিং করি। আর তা থেকেই উত্ত্যক্তকারীদের গত শুক্রবার রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের ইভটিচিং ও নিজেদের মধ্যে মারামারির ঘটনায় গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, ওসি অপারেশন মো. ইদ্রিশ আলী।
উল্লেখ্য, শহরে এর আগেও স্কুল কলেজ রোডে একি ভাবে বেশ কিছু নারী উত্ত্যক্তকারীদের আটক করেছিল পুলিশ। থানার পক্ষ থেকে জানানো হয়, গোটা শহরে ইভটিচিং আর উত্ত্যক্ত করার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য, সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনাসভায় মিলিত হয়। সভাকক্ষে সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নাদিম সরকার, কনসালট্যান্ট সার্জারি শহিদুল ইসলাম খাঁন, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দোড়গোড়ায স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা অবকাঠামো উন্নয়নের পাশপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। পরে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।

ঢেউটিন আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে শতাধিক দুস্থ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা অার্থিক সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, চককির্তি ইউপি সদস্য দাউদ আলীসহ অন্যরা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com