পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্যসহকারে নিজের নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালন করে যাওয়ার আহবান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশের সদস্য ও স্থাপনা সমূহে যাতে আক্রমণ না করা হয় তার আহবান জানাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতিও আহবান জানিয়েছেন তিনি।
আজ বিকালে এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান। বলেন, পুলিশ সদস্য এবং থানার নিরাপত্তা প্রদানে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করে যাচ্ছেন।
এছাড়া বাংলাদেশ পুলিশের সকল সদস্যের উত্থাপিত দাবিসমূহ পূরণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
তিনি বলেন, আশা করছি সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহতদের সকল প্রচার চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ