বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গাড়ি চালককে আটক করেছে বিজিবি সদস্যরা।
কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল রোববার সকালে কাটলা বালুপাড়া থেকে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। এক পর্যায়ে বিরামপুর রেলগেট এলাকায় বিজিবি ওই কারটি আটক করে। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিজিবি ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় বিজিবি কারের চালক ফরিদুল ইসলামকে আটক করেছে। আটক তরিকুল নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে কারের মালিক বিরামপুর উপজেলার দক্ষিণ দামোদরপুর গ্রামের মোজাহারের পুত্র মামুনুর রশিদ ও আটক ফরিদুলের নামে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।