রাজধানীর তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময়ে ধারালো অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মাসুদ মিয়া ওরফে মো. মাসুম মিয়া (৩৩)। গতকাল রাতে সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মাসুম মিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকায় চিহ্নিত ছিনতাকারী। মাসুদ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন নাম-পরিচয় দেন। গ্রেপ্তারের পরপরই তিনি নিজের নাম পাল্টে ফেলেন।
তিনি আরও বলেন, মাসুদ রাতের অন্ধকারে নির্জন রাস্তার ফুটপাতে ওঁৎ পেতে থাকেন। একা পথচারী পেলে ছুরি ধরে সব ছিনিয়ে পালিয়ে যান। প্রায় ১০ বছর ধরে তিনি ছিনতাই করেন। এ পর্যন্ত অর্ধ শতাধিক ছিনতাইয়ে জড়িত। কিন্তু তার বিরুদ্ধে মামলা মাত্র চারটি।
গ্রেপ্তার মাসুদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে প্রতিবারই তিনি পুলিশের কাছে নতুন নতুন নাম বলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ