ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ব্যাপক ক্ষোভ মুখে পড়ে পুলিশ বাহিনী। যার ফলে সারাদেশে বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে উদ্ভূত পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে।
মঙ্গলবার থেকে পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম।
মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, সরকার পতনের টালমাটাল পরিস্থিতিতে টানা ৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো এ সেবা। সারাদেশে ৬৩৯ থানা রয়েছে, যার মধ্যে ১১০টি মেট্রোপলিটন থানা। এর মধ্যে ১০৮টি মেট্রোপলিটন থানার কার্যক্রম চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ